1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :

ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুটি রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের দিনা অটো রাইস মিল ও দিপু অটোমেটিক রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজার রহমান এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “দুটি রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করে বাজারজাত করছিল। সরকার ঘোষিত ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হলেও তারা আইন অমান্য করেছে। এ কারণে দুটি মামলায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট