
লক্ষ্মীপুরের কমলনগরে স্বপ্না আক্তার(২৫)নামে এক ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে পুলিশ উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডের কোরবান আলী ব্যাপারী বাড়ির টয়লেটের ভিতরে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করেন।স্বপ্না ওই বাড়ির মাইন উদ্দিনের স্ত্রী। এদিকে স্বপ্নার ভাই মো.ইউছুপ দাবি করছেন
তার বোনকে হত্যা করে টয়লেটের ভিতর ঝুলিয়ে রেখেছে তার ভগ্নিপতিসহ স্বপ্নার শ্বশুর পক্ষের লোকজন। এ ঘটনায় স্বপ্নার স্বামী মাইন উদ্দিনসহ বাড়ির লোকজন পলাতক রয়েছেন।জানা যায়,প্রায় ১০বছর আগে নোয়াখালী সুধারাম থানার মাইজচরা এলাকার মুনছুর আহমদের মেয়ের স্বপ্নার সাথে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের কোরবান আলীর ছেলে মাইন উদ্দিনের
পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। তাদের ঘরে দুটি পুত্র সন্তান রয়েছে।স্বপ্নার ভাই মোঃ ইউছুপ বলেন,তিন বছর আগে আমার ভগ্নিপতি মাইন উদ্দিন চাকুরির সুবাদে ওমানে যান। গত দুই মাস আগে ওখানে একটি দুর্ঘটনায় মাইন উদ্দিনের পা ভেঙে যায়।পরে সে দেশে চলে আসে। দেশে আসার পর থেকে স্বপ্নার বোনের সাথে তার স্বামীর বনিবনা হচ্ছিলো
না এবং ভগ্নিপতি মাইন উদ্দিন ও তার মা বোনদের সাথে সব সময় ঝগড়া লেগেই থাকতো।রোববার রাতে স্বপ্নার শ্বাশুড়ি ও ননদ আমাকে মোবাইল ফোনে স্বপ্নার সাথে ঝগড়ার কথা বলে।এক পর্যায়ে তারা আমার বোনকে মেরে ফেলার হুমকিও দেয়।সোমবার সকালে তার শ্বাশুড়ি আমাকে ফোন দিয়ে বলে স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।হাজিরহাট তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. জাহাঙ্গির
আলম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে প্রাথমিক তদন্তে আমরা ধারনা করছি এটি হত্যা নয়;আত্মহত্যা।