
কুমিল্লা : বরুড়ায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মেধাবী ১২৬ শিক্ষার্থী কে সংবর্ধনা
বিএমইটি’র প্রশিক্ষণ ক্যাম্পেইন, বোয়েসেল-এর জব ফেয়ার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক ২ কোটি টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
২০শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়ছার এর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ নেয়ামত উল্ল্যা ভুঁইয়া।
এদিন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম, প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সানু গোপাল ঘোস, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবতোষ নাথ, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব ইমরুল কায়েস, বিএমইটি’র পরিচালক প্রশাসন মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ এ টি এম গোলাম কিবরিয়া। এদিন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও মেধাবী ১২৬ জন শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান, একটি সম্মাননা স্মারক ও স্বর্ণ সাদৃশ্য পদক উপহার প্রদান করা হয়েছে।