
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (তারিখ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্র্যাকের হিট মিটিগেশন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর তপন কুমার সরকার সভায় সভাপতিত্ব করেন।
সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আক্তারুল ইসলাম, সমাজসেবা অফিসার শামছুজ্জামান, সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের আলী, প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রামাণিক ও সাইদুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক ইউনুস আলী, প্রশিক্ষক হানিফ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সংবাদকর্মীরা।
সভায় জানানো হয়, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি লার্নিং সেন্টারে ৭৫০ জন পিছিয়ে পড়া শিশু বর্তমানে পাঠ গ্রহণ করছে।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তারা শিশুদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।