1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক,কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে, চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের উদ্যোগে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, এমজেএসকেএস-এর সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর ইলিয়াস আলী এবং উপজেলা ইয়ুথ প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও সভাপতি ছিলেন জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন।বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ এবং ভূরুঙ্গামারী ডিবেটিং ক্লাবের আহ্বায়ক নাহিদ হাসান প্রিন্স।

বক্তারা বাল্যবিয়ের কুফল ও এর সামাজিক প্রতিক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলেন। তারা বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ উদ্যোগের আহ্বান জানান।অনুষ্ঠানে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বাল্যবিয়ে প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হন।

দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মিলন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং স্কাউট লিডার খোরশেদ আলম।শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক,সিএনবির ফিল্ড ফ্যাসিলিটেটর ও যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট