1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

যুবরাই পরিবর্তনের শক্তি -চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের আওতায় ভূরুঙ্গামারীতে দিনব্যাপী কর্মশালা

মোঃরফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে যুব সংগঠন ব্যবস্থাপনা ও টেকসই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় উপজেলার ১১টি যুব সংগঠনের মোট ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা যুব সংগঠনের কার্যক্রম, ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নসহ টেকসই সংগঠন গড়ে তোলার নানা দিক সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

কর্মশালার লক্ষ্য ছিল- যুব সংগঠনের সদস্যদের এমনভাবে প্রশিক্ষিত করা যাতে তারা প্রকল্প প্রস্তাবনা তৈরি করে সরকারি-বেসরকারি দপ্তরে দাখিল করতে পারে, এবং অনুমোদন পেলে তা সফলভাবে বাস্তবায়ন করতে পারে।

অংশগ্রহণকারীরা কর্মশালায় আরও জানতে পারেন, জাতীয় যুব নীতিমালা-২০১৭, জাতীয় যুব পুরস্কার বিষয়ক নীতিমালা, জাতীয় যুব কল্যাণ তহবিল নীতিমালা, যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক নির্দেশিকা, সংগঠন পরিচালনায় বিভিন্ন মডিউল ব্যবহারের কৌশল, এছাড়া যুব সংগঠনের উদ্দেশ্য, গুরুত্ব, কাঠামো, নেতৃত্বের প্রয়োজনীয়তা, সদস্যদের দায়িত্ব-কর্তব্য, সংগঠন টেকসই করার প্রক্রিয়া, রেজিস্ট্রেশন ধরে রাখার নিয়ম, রেকর্ড সংরক্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধে যুব সংগঠনের ভূমিকা সম্পর্কেও বিশদ আলোচনা হয়।

কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন,
এমজেএসকেএস-এর চাইল্ড নট ব্রাইট প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ ইলিয়াস আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ প্রাপ্ত মোঃ জামাল হোসেন, এবং ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার।

বক্তারা বলেন, “যুবরাই সমাজের প্রাণশক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা ও সংগঠিত উদ্যোগের মাধ্যমেই বাল্যবিবাহ বন্ধ ও নারীর ক্ষমতায়ন সম্ভব।”

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ কিভাবে বন্ধ করেছে তা জানায়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজক প্রতিষ্ঠান এমজেএসকেএস জানায়, ভবিষ্যতে উপজেলাজুড়ে এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে, যাতে প্রতিটি যুব সংগঠন সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট