
হাত ধোয়ার নায়ক হোন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সৈকত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ডালিম কাজী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় মোঃ জুবায়ের জাহাঙ্গীর বলেন, হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়—এটি একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। সংক্রমণজনিত অসুস্থতা প্রতিরোধে প্রতিটি মানুষের উচিত নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। আজকের এই দিবসের মূল বার্তা—হাত ধোয়ার নায়ক হোন—আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়িত হোক।অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।