
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতদল দরজা ভেঙে বাসায় ঢুকে পরিবারের সবাইকে বেঁধে নগদ ৫ লাখ টাকা ও ৮ ভরি সোনার গয়না লুটে নেয়।
শুকবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রব হাজী বাড়ির ব্যবসায়ী রিয়াজ হোসেনের সবতঘরে এই ডাকাতির ঘটনা ঘটে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভূক্তভোগী রিয়াজ উপজেলার করুনানগর বাজাদের লামিয়া বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী ও আব্দুর রব হাজী বাড়ির আলমগীর হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ঘরের দরজা ভেঙে ১০ থেকে ১২ সদস্যের একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র ঘরে ঢুকে। এ সময় ডাকাতরা পরিবারের সাবইকে একটি কক্ষে নিয়ে বেঁধে রাখে। এরপর তারা নগদ টাকা, সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।
ব্যবসায়ী রিয়াজ জানান, ‘আমার বাবা আলমগীর কিডনিজনিত রোগে আক্রান্ত। তিনি অসুস্থ হয়ে ঘরে শয্যাশায়ী। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে জরুরি প্রয়োজনে খরচের জন্য ৫ লাখ টাকা এনে বাড়িতে রাখা হয়েছিল। এছাড়া, ঘরে প্রায় ৮ ভরি সোনার গয়নাও ছিল। এসব নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।
কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ডাকাতির ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দেওয়া হয়নি। কেউ আটকও নেই। অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।