
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামের মোঃ মজাহার আলী (৬৭) তার স্ত্রী জোবেদা বেগমের ওয়ারিশসূত্রে প্রাপ্ত প্রায় ৭ একর ৮ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। এ জমি নিয়ে একই এলাকার আফজাল হোসেন ওরফে কবিরসহ একাধিক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলে আসছিল।
গত ২১ সেপ্টেম্বর ভোরে বিবাদীরা ওই জমিতে অনধিকার প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করে। এ সময় মজাহার আলী ও তার স্বজনরা বাঁধা দিলে তাদের সঙ্গে বিবাদীদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে একই দিন রাত আনুমানিক ১২টার দিকে খামার বেলদহ গ্রামের আজিজুল ওরফে আজ্জলের বাড়ির সামনে পাকা রাস্তায় মজাহার আলীর ভাতিজা বজলু মিয়াকে বিবাদীরা পথরোধ করে এলোপাতাড়ি মারপিট চালায়। এক পর্যায়ে তার শরীরে এসিড নিক্ষেপ করলে তিনি গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে বজলু মিয়াকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা ধারালো অস্ত্রশস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগী মজাহার আলী ভুরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত আছি। এসিড নিক্ষেপের ঘটনায় বিষয়ে জানেন, আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তিনি লোক পাঠিয়ে খোজ নিয়েছে। দীর্ঘদিন থেকে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।