
নাটোর : আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোরের বড়াইগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রাম থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করে থানা প্রশাসন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এ উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, লালপুর থানার ওসি রফিকুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভা প্রতিনিধিসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, পূজা মণ্ডপকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সকলের দায়িত্ব। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন সম্ভব হবে।