1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

ভূরুঙ্গামারীতে চাচাকে হামলা, প্রাণনাশের হুমকি ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগে 

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে পারিবারিক বিরোধের জেরে হামলা, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে আপন ভাতিজাদের বিরুদ্ধে থানায় একটি মানহানির অভিযোগ করেছেন ছোট খাটামারী গ্রামের বাসিন্দা মোঃ হযরত আলী।

জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী ছামিরন বেওয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর চার ছেলে— সাইফুর রহমান, শাহজাহান, সামাদ ও হযরত আলী। ছেলেদের মধ্যে বড় কোনো বিরোধ না থাকলেও বড় ছেলে সাইফুরের দুই ছেলে শহিদুল ও আব্দুল হাই, এবং শাহজাহানের ছেলে জসমত একত্রিত হয়ে তাঁর দুই চাচা সামাদ ও হযরত আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিরোধিতা করে আসছে। তাদের স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও জানান, তারা নিজেরাই খড়ের পালায় আগুন লাগিয়ে তাঁর ছেলে হযরত আলীকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছিল। হযরত আলী বাড়িতে এলে তাকে হত্যারও পরিকল্পনা ছিল। তবে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে সতর্ক করায় বড় বিপদ থেকে রক্ষা পান। এরপর থেকেই তাঁর ছেলে, পুত্রবধূ ও নাতনিদের বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে মানহানিকর পোস্ট ও অপপ্রচার চালাচ্ছে।

ছামিরন বেওয়া আরও বলেন, “তার ছেলে হযরতের মেয়ের বিয়ের বয়স হয়েছে, কিন্তু এদের অপপ্রচারের কারণে এখন তার বিয়ে দেওয়াই কঠিন হয়ে গেছে।” অভিযোগে জানা যায়, কিছুদিন আগে শহিদুল ও আব্দুল হাই একত্রিত হয়ে হযরত আলীর ওপর হামলা করে এবং তার গলা চেপে ধরে। এ সময় ছামিরন বেওয়া ছেলেকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়।

তিনি বলেন, “এরা খুবই সন্ত্রাসী হয়ে গেছে, আমি এর ন্যায়বিচার চাই।”

হযরতের ভাই সামাদ জানান, তাঁর মা সব কিছু জানেন এবং প্রতিদিন চোখের সামনেই সব ঘটছে। তিনি বলেন, “তার স্ত্রীকে নিয়ে অনেক ষড়যন্ত্রের কারণে মানসম্মান নষ্ট হয়েছে, আর্থিক ক্ষতিও হয়েছে। আমি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি, কিন্তু এই অপপ্রচার ও হুমকির কারণে ঠিকমতো কাজও করতে পারছি না। ন্যায় কথা বলতে গেলে ভাতিজারা বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়”

হযরত আলী বলেন, “আমার মা যা বলেছে, তা সম্পূর্ণ সত্য। আমি কারো ক্ষতি করি না, ন্যায়ের কথাই বলি।”

তিনি আরও বলেন, “ভাতিজারা আমাকে ঢাকায় নিয়ে গিয়ে কিছুদিন থাকার পর, তাদের ভাই বোনের মধ্যে ঝগড়ায় আমাকে পক্ষ নিতে চাপ দেয়। আমি রাজি না হওয়ায় তারা ষড়যন্ত্র শুরু করলে বাড়ি চলে আসি। ঢাকায় থেকে বাড়ি ফেরার পর আমার ছবি ব্যবহার করে স্ত্রীর নামে বিকৃত করে ফেসবুকে ছড়ায়। এছাড়া আমার মেয়ের ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে অপকর্ম চালাচ্ছে। এসবের কারণে আমার মেয়ের বিয়ে দেওয়াও এখন সমস্যার হয়ে দাঁড়িয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তাঁর ভাতিজারা অকথ্য ভাষায় ভিডিও ও পোস্ট প্রকাশ করছে, যেখানে তাঁর চাচার ছবি ব্যবহার করে গালিগালাজ করা হচ্ছে। এসব দেখে এলাকাবাসী গভীর দুঃখ প্রকাশ করেছেন। এমনকি তাঁর চাচাতো বোনের ছবিও ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ উঠেছে।

এলাকাবাসীরা বলেন, “একজন বাবা-সমতুল্য চাচাকে এভাবে অপমান ও নির্যাতন করা খুবই অন্যায়। পারিবারিক বিরোধ আইনি ও সামাজিকভাবে সমাধান করা উচিত।”

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী আব্দুল খালেক ও নছর আলী জানান, “এভাবে পরিবারের মধ্যে শত্রুতা তৈরি করা ঠিক নয়। এদের মীমাংসা হওয়া দরকার।”

অভিযোগের বিষয়ে শহিদুল ও আব্দুল হাইয়ের বাবা, হযরত আলীর বড় ভাই সাইফুর রহমান বলেন, “যে অপরাধ করেছে, তার শাস্তি হওয়া উচিত। আমি সরকারি দপ্তরে চাকরি করি, ছেলেদের ব্যাপারে অনেক কিছু জানি না। তারা আমাকে খরচও দেয় না। নিজের খরচে চলে ইনশাল্লাহ। তবে জায়গা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব আছে— মীমাংসা হলেই ভালো।”

জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, “সামাদ ও হযরত আমার কাছে এসেছিলেন। আমি বিষয়গুলো শুনেছি ও ভিডিওও দেখেছি। যেহেতু তাদের ভাতিজারা ঢাকায় থাকে, তাই সরাসরি কিছু করা যাচ্ছে না। আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি।”

স্থানীয়ভাবে মীমাংসার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় হযরত আলী পরবর্তীতে মোঃ শহিদুল ইসলাম, মোঃ জসমত আলী ও মোঃ আব্দুল হাই–এর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় জিডি (নং ২৪০) করেন। তবে তাতেও অপপ্রচার বন্ধ না হওয়ায় তিনি অবশেষে ৮ অক্টোবর (বুধবার) তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামতে থানায় মানহানির অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “ভুক্তভোগী অভিযোগ করেছেন । বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন, যদি এখানে নিষ্পত্তি না হয় প্রয়োজনে ভুক্তভোগী আদালতে মানহানি মামলা করতে পারবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট