1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ভারত সীমান্তে থেকে দালালের মাধ্যমে ১১অনুপ্রবেশকারী বিজিবির হাতে আটক

মোঃরফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এদের মধ্যে ৫ জন পুরুষ, ২জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা ৩০ মিনিটে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়,আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন।পরে দেশে ফেরার পথে তারা বিজিবির টহলদলের হাতে ধরা পড়েন।তারা সকলে কক্সবাজার সদর থানার কাকতলী গ্রামের বাসিন্দা।আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটককৃতরা জনায় তারা দালালদের মাধ্যমে পার হয় এবং রাতের আঁধারে বিএসএফ কাঁটাতার পার করে দিয়েছে কিন্তু এসে বিজিবির হাতে আটক হয়। এদের মধ্যে এক পরিবারের ৬ জন রয়েছে,যাদের মধ্যে মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ ইমাম হোসেন (৪৮)আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮)মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ নবী হোসেন (১৫)রবিউলের ছেলে মোঃ রবিউল আলম (২০), ইসমাইলের সন্তান মোঃ আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), মোছাম্মদ আমেনা বেগম (২৮), মোছাম্মদ রিফা (৯), ও মোসাম্মৎ শাফা (৬) এবং নুর আলমের সন্তান মোসাম্মৎ রেজিয়া (২১), নুর শাহিদা (২)।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি আটককৃত অনুপ্রবেশকারীদের থানায় নিয়ে এসেছে। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট